বৃহস্পতিবার

১৫ মে, ২০২৫
১ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে চলছে দ্বিতীয় দিনের কলম বিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১২:২৬

আপডেট: ১৫ মে, ২০২৫ ১২:২৮

শেয়ার

রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে চলছে দ্বিতীয় দিনের কলম বিরতি
ছবি: সংগৃহীত

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দফতরে এবং জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর-এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার কলম বিরতি শুরু হয়েছে সকাল ১০টায়, চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সকাল ১০টায় অফিস যথারীতি শুরু হলেও সব ধরনের কার্যক্রম আসলে বন্ধ রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারী সকলেই অফিস উপস্থিত রয়েছেন।

রাজধানী ঢাকার বিমানবন্দরের কাস্টম হাউজ, কমলাপুরের আইসিটিতে অ্যাসেসমেন্ট বন্ধ রয়েছে। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত রয়েছে।

১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্তও একইভাবে কলমবিরতি কর্মসূচি চলবে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালিত হয়।

 

banner close
banner close