
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘মূল্যস্ফীতি কমতে একটু সময় লাগছে। তবে আস্তে আস্তে সেটি কমে আসবে। সরকারের প্রচেষ্টা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।’
বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। অনুষ্ঠানে অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
তিনি বলেন, ‘নারীদের ঋণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নারীদের কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি।’
দেশের আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ বাড়লেও এখনো ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তারা বৈষম্যের মুখে পড়ছে বলে মন্তব্য করে গভর্নর বলেন, ‘নারীদের সাংবিধানিক যে অধিকার রয়েছে, বাস্তবে তারা সেই অধিকার পাচ্ছেন না। নারীদের ঋণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নারীদের কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে।’
গভর্নর জানান, বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পাচ্ছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থার পরিবর্তনে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে হবে।’
দেশের সাম্প্রতিক মূল্যস্ফীতি পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমেছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১২ শতাংশ থেকে কমে ৯ শতাংশের একটু বেশি হয়েছে।’
সরকারের প্রচেষ্টা ও নীতির ধারাবাহিকতা বজায় থাকলে মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আরও পড়ুন: