রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সোনার দাম কমলো, ভরি ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ২১:৫৭

শেয়ার

সোনার দাম কমলো, ভরি ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরো কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

গত ২৩শে এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়। ১১ দিন পর এখন আবার দাম কমানো হলো।

এতে দু’দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ৮ হাজার ৯১২ টাকা। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

banner close
banner close