শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

উন্নয়নের জন্য রাজস্ব আদায় করা দরকার: এনবিআর চেয়ারম্যান   

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২১

শেয়ার

উন্নয়নের জন্য রাজস্ব আদায় করা দরকার: এনবিআর চেয়ারম্যান   
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ‘উন্নয়নের জন্য রাজস্ব আদায় করা দরকার; কিন্তু সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঋণ করে বাজেট করার কারণে আকার বড় হয়েছে। এতে ব্যবসায়ীদের ওপর চাপ বেড়েছে।’

বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় বিভাগের বিভিন্ন চেম্বার নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এ অঞ্চলের উন্নয়নে যেসব দাবি তোলা হয়েছে সেগুলো যৌক্তিক। গত বছর ৩ লাখ কোটি টাকা রাজস্ব বোর্ড সংগ্রহ করেছে। এবার হয়তো ২ লাখ ৮০ বা ৮৫ কোটি টাকা সংগ্রহ হবে। কিন্ত এ দাবিগুলো বাস্তবায়ন করতে আরও ১ লাখ কোটি টাকা প্রয়োজন পড়বে। তাহলে আমরা এগুলো কীভাবে বাস্তবায়ন করবো?’

তবে বাজেট বৈষম্য দূরের বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান।

banner close
banner close