শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে উত্থান, চট্টগ্রামে সূচক পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১২:১৯

শেয়ার

শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে উত্থান, চট্টগ্রামে সূচক পতন
ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান দেখা গেছে। অন্যদিকে চট্টগ্রামে সূচকের পতন হয়েছে দিনের শুরুতেই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হওয়ার সাথে সাথে প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়েছে। একই সময়ে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন শুরু হয় ৪০ কোটি টাকা দিয়ে। বর্তমানে লেনদেন হওয়া ১২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৭৩টি কোম্পানির দাম কমেছে এবং ৬৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর সূচক ৪ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০টির শেয়ারের দাম বেড়েছে, ৮টির দাম কমেছে এবং ১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা।

 
banner close
banner close