অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) লাভের জন্য শ্রম অধিকার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। এ বিষয়ে কাজ চলছে এবং সরকার সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরও জানান, শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রোববার সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি বলেন, শ্রম নিরাপত্তা, নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠনের অধিকারসহ ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পাওয়া যাচ্ছে বাংলাদেশের, এবং যুক্তরাষ্ট্রেও একই সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন:








