শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

এস আলমের শেয়ার বিক্রির মাধ্যমে আদায় করা হবে ১০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৪ ২১:২০

শেয়ার

এস আলমের শেয়ার বিক্রির মাধ্যমে আদায় করা হবে ১০ হাজার কোটি টাকা
সাইফুল আলম মাসুদ। কোলাজ: বাংলা এডিশন

বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ও আমানতের মধ্যে ২০ হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এস আলমের গ্রুপের জব্দকৃত শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা  এবং নতুন শেয়ার ইস্যু করে বাকি টাকার ঘাটতি কমানো হবে বলে জানান তিনি।

সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, টাকা আদায়ের পাশাপাশি পুরোনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান ‘আল রাজি’কে ফিরিয়ে আনার পাশাপাশি আইএফসিকেও যুক্ত করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: বেক্সিমকো, এস আলমসহ কোনো কোম্পানি বন্ধ করা হবে না: গভর্নর

বর্তমানে এস আলম গ্রুপের কাছে মালিকানাধীন শেয়ারের ফেস ভ্যালু ১ হাজার ৬০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিটি শেয়ারের দাম ৬০ টাকা হিসাবে এসব শেয়ারের বর্তমান মোট বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা।

বাকি ১০ হাজার কোটি টাকা নতুন শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আগের বিদেশি বিনিয়োগকারীরা ফিরে এলে ইসলামী ব্যাংকের বিশ্বাসযোগ্যতা বাড়বে।

banner close
banner close