শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

রাজধানীতে কাল থেকে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ১৩:২৮

শেয়ার

রাজধানীতে কাল থেকে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু
প্রতীকী ছবি

আগামীকাল (রোববার) থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুলভমূল্যে ডিম বিক্রি শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।

শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্ক' অনুষ্ঠানে  কথা বলেন তিনি।

‘বাজার অস্থিরতা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বকৃতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।

এ সময় তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে- এমনটাই তার প্রত্যাশা।

banner close
banner close