১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার বিধান বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
গত ২৯ আগস্ট দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই বিধানটি বাতিলের তথ্য জানান। এরপরই এনবিআর সমালোচিত বিধানটি বাতিল ঘোষণা করল।
এই বিধান থাকার ফলে করদাতাদের সম্পদের উৎস সম্পর্কে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়েই অঘোষিত আয়কে বৈধতা দেয়া যেত। তবে, তাদের নগদসহ মোট সম্পদের ওপর ১৫ শতাংশ কর দিতে হতো। যেখানে একজন নিয়মিত করদাতাকে তার আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হয়।
আগেও এই বিধানটির তীব্র সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদ, বিভিন্ন বাণিজ্য সংস্থাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:








